এই ফোনের ধারণক্ষমতা ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়

বাংলাদেশে সি৫৫ মডেলের নতুন ফোন এনেছে রিয়েলমি। দুটি সংস্করণে বাজারে আসা এ ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসরসহ ৬/৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮/২৫৬ গিগাবাইট রম রয়েছে। ফোনটির ধারণক্ষমতা মেমোরি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি।

৬.৭২ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৬৪ ও ২ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা কম আলোতেও ভালো মানের ছবি তুলতে পারে। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সুবিধা ফোনটিতে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা সম্ভব।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা রিয়েলমির ফোনটিতে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধাও রয়েছে। ফোনটির দাম যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ টাকা এবং ২২ হাজার ৯৯৯ টাকা।