কম আলোতেও ভালো মানের ছবি তুলতে পারে এই ফোন

আইটেল এস২৪ মডেলের স্মার্টফোন হাতে অতিথিরাসংগৃহীত

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ‘আইটেল এস২৪’ মডেলের ফোনটির পেছনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরাগুলোর সঙ্গে ‘আইসোসেল এইচএম৬’ সেন্সর থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। সম্প্রতি কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটির বাজারজাতকরণ শুরুর ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬ ইঞ্চি পর্দার ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফোনটিতে চাইলে বাড়তি ৮ গিগাবাইট র‍্যাম যোগ করে ব্যবহার করা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৯১ প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ করা যায়। শুধু তা–ই নয়, ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা সম্ভব।

ডুয়াল ডিটিএস স্টেরিও স্পিকারযুক্ত ফোনটিতে নিরাপত্তার জন্য আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও রয়েছে। দুটি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ১৩ হাজার ৯৯০ টাকা।