টেবিল টেনিস খেলোয়াড় রোবট

টেবিল টেনিস খেলোয়াড় রোবটগুগল

মানুষের সঙ্গে সমানতালে টেবিল টেনিস খেলতে পারে এই রোবট। গুগলের তৈরি ‘আই-এস২ আর’ রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজেও আক্রমণ করে। উন্নত রোবোটিক আর্মযুক্ত এ রোবট বিশেষ ধরনের স্লাইডিং স্ট্যান্ডের সঙ্গে যুক্ত থাকায় দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে।

‘আই-সিম২ রিয়েল’ প্রকল্পের আওতায় তৈরি রোবটটির কার্যকারিতা পরীক্ষা করছেন গুগলের প্রকৌশলীরা। তাঁদের উদ্দেশ্য হচ্ছে, এমন একটি রোবোটিক সিস্টেম তৈরি করা, যা মানুষের আচরণ পর্যবেক্ষণ করে দ্রুত কাজ করতে পারে। এ জন্য ‘আই-সিম২ রিয়েল’ প্ল্যাটফর্মের সিমুলেটর প্রযুক্তি কাজে লাগিয়ে রোবটটিকে টেবিল টেনিস খেলার কৌশল শিখিয়েছেন তাঁরা।

‘আই-এস২ আর’ রোবটের টেবিল টেনিস খেলার ভিডিও–ও প্রকাশ করেছে গুগল। ভিডিওতে দেখা গেছে, রোবটটি গুগলের এক প্রকৌশলীর সঙ্গে টেবিল টেনিস খেলছে। টানা ৪ মিনিট পর একটি মাত্র দুর্বল শট খেলেছে রোবটটি।
সূত্র: ডেইলি মেইল