রক্তচাপ মাপার ডিজিটাল যন্ত্র কীভাবে কাজ করে

ডিজিটাল যন্ত্রে একাই নিজের রক্তচাপ মাপা যায়
প্রথম আলো

রক্তচাপ মাপার প্রচলিত যন্ত্রের পাশাপাশি ডিজিটাল যন্ত্রও আজকাল বেশ জনপ্রিয়। ব্যবহার সহজ হওয়ায় অনেকেই বাড়িতে রাখছেন এই যন্ত্র। তবে এর যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু অসুবিধাও যে নেই, তা নয়। কীভাবে এ যন্ত্র কাজ করে, জেনে নিন আজ।

ডিজিটাল যন্ত্রে একটি সেনসর থাকে। এর কাফ বা বেল্ট যখন নির্দিষ্ট ধমনির ওপর লাগানো হয়, তখন ধমনির কম্পন ধরা পড়ে সেই সেনসরে। এই কম্পনের চাপটাই পর্দায় দেখা যায়। এর মাধ্যমে ধমনিতে রক্তের চাপ যেমন নির্ণয় করা যায়, তেমনি এই সেনসর নির্ণয় করতে পারে ধমনির স্পন্দনের গতিও। অর্থাৎ রক্তচাপের পাশাপাশি হৃৎস্পন্দন বা পালসও মাপা যায় এই যন্ত্রে।

সুবিধা

প্রচলিত যন্ত্র দিয়ে রক্তচাপ মাপার সময় স্টেথোস্কোপ কানে লাগিয়ে খুব মনোযোগ দিয়ে শব্দ শুনতে হয়। কোন দাগে শব্দ বা বিট শুরু হচ্ছে, কোন দাগে শব্দ শেষ হচ্ছে—দুটোই লক্ষ রাখতে হয়। অর্থাৎ এই যন্ত্রে সঠিকভাবে রক্তচাপ নির্ণয় করাটা যিনি রক্তচাপ মাপছেন, তাঁর দক্ষতার ওপর নির্ভর করে। কিন্তু ডিজিটাল যন্ত্র কোনো ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে না। এর ব্যবহার খুব সহজ। তা ছাড়া এ যন্ত্রে কোনো ‘বিট’ কানে শোনার প্রয়োজন নেই বলে আশপাশে আওয়াজ থাকলেও রক্তচাপ মাপতে সমস্যায় পড়তে হয় না। ডিজিটাল যন্ত্র থাকলে অন্য কারও সাহায্য ছাড়া রোগী নিজেই নিজের রক্তচাপ মাপতে পারেন।

অসুবিধাও আছে

ডিজিটাল যন্ত্রের রিডিং সঠিক কি না, তা নিয়ে অবশ্য দ্বিধাতেও পড়েন অনেকে। দ্বিধামুক্ত থাকতে ডিজিটাল যন্ত্র কেনার সময়ই নিশ্চিত হয়ে নিন তা মানসম্মত ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের তৈরি কি না। আর যখন আপনার রক্তচাপ মাপা হবে, সেই সময় স্থিরভাবে বসে থাকুন। নড়াচড়া করলে ভুল রিডিং আসতে পারে। হৃৎপিণ্ডের গতি অনিয়মিত থাকলে কিংবা রক্তনালিতে চর্বি জমে গেলে বা বয়সজনিত কারণে রক্তনালি অনমনীয় হয়ে গেলে ডিজিটাল যন্ত্রে রক্তচাপের রিডিং ভুল আসতে পারে। তাই যাঁদের এ ধরনের সমস্যা আছে, তাঁদের রক্তচাপ ডিজিটাল যন্ত্রে না মাপাই ভালো।

খেয়াল রাখুন

• রক্তচাপ পরিমাপক যন্ত্রের কাফ বাঁধতে হয় হৃৎপিণ্ড বরাবর উচ্চতায়। বাহু ছাড়াও কবজি কিংবা আঙুলে রক্তচাপ মাপার সুযোগ থাকে। তবে বাহুতে রক্তচাপ মাপাই ভালো। আর কবজি বা আঙুলে রক্তচাপ মাপলেও তা হৃৎপিণ্ডের উচ্চতায় আনতে হবে।

• রক্তচাপ মাপার আগে (৩০ মিনিটের মধ্যে) খাবার, চা-কফি, মদ্যপান করলে বা সিগারেট খেলে রক্তচাপ পরিমাপে তারতম্য আসতে পারে।

• রক্তচাপ মাপার আগে প্রস্রাব করে এলে রক্তচাপ পরিমাপে তারতম্য হওয়ার আশঙ্কা কম।

• রক্তচাপ মাপার আগে মিনিট দশেক চুপচাপ বসে বা শুয়ে থাকা উচিত। এই ১০ মিনিট বসে থাকলে বসা অবস্থাতেই রক্তচাপ মাপুন। আর এই ১০ মিনিট শুয়ে থাকলে সেই অবস্থাতেই রক্তচাপ মাপুন। রক্তচাপ মাপার মুহূর্তে অবস্থান বদলাবেন না।

• বসে থাকলে সামনের টেবিলের ওপর আরাম করে হাত রাখা অবস্থায় রক্তচাপ মাপতে পারেন।

• রক্তচাপ মাপার সময় পা দুটো রাখতে হবে সমান্তরাল।

• কাপড়ের ওপর দিয়ে রক্তচাপ মাপবেন না।

• বাড়িতে কোন যন্ত্র দিয়ে কীভাবে রক্তচাপ মাপছেন, সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে আলাপ করে নেওয়া প্রয়োজন।

ডা. রাফিয়া আলম: ক্লিনিক্যাল স্টাফ, নিউরোমেডিসিন বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা।