দেশের বাজারে এল পরিধেয় যন্ত্র, স্পিকার, হেডফোনের নতুন ব্র্যান্ড
গ্যাজেট নির্মাতা ভারতীয় প্রতিষ্ঠান বোট বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে পরিবেশন অংশীদার হিসেবে রয়েছে ডিএক্স গ্রুপ। তারা অনুমোদিত পরিবেশক হিসেবে বোটের পণ্য ঢাকাসহ সারা দেশে সরবরাহ করবে। বোটের পণ্য তালিকায় রয়েছে তারহীন ইয়ারফোন টিডব্লিউএস (ট্রু ওয়্যারলেস স্টেরিও), স্মার্টঘড়ি, নেকব্যান্ড ইয়ারফোন, হেডফোন, স্পিকার, চার্জার ইত্যাদি।
বোটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান বিপণন কর্মকর্তা আমান গুপ্তা বলেন, ডিএক্স গ্রুপের সঙ্গে বোটের ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ভোক্তাদের ডিজিটাল জীবনযাপন পণ্য–নির্ভর চাহিদা মেটাতে পারবে।
ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় ডিএক্স গ্রুপ সব সময় ভোক্তাদের বিশ্বমানের ডিজিটাল পণ্যের চাহিদা মেটাতে চায়। বোটের সঙ্গে আমাদের এই অংশীদারত্ব এরই প্রতিফলন।
প্রসঙ্গত বোটের মূল প্রতিষ্ঠান ইমেজিন মার্কেটিং লিমিটেড প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। পণ্য সরবরাহের দিক থেকে বর্তমানে বোট ভারতে একটি শীর্ষস্থানীয় অডিও ও পরিধেয় (ওয়্যারেবল) পণ্যের প্রতিষ্ঠান। ইমাজিন মার্কেটিং কোয়ালকম এবং ডলবির মতো বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করছে।