জেডটিইর নতুন স্মার্টফোন বাজারে আনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা
সংগৃহীত

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জেডটিইর তিনটি নতুন স্মার্টফোন দেশের বাজারে ছাড়া হয়েছে। আজ শনিবার রাজধানীর নিকুঞ্জে একটি অনুষ্ঠানে জেডটিইর ব্লেড সিরিজের তিনটি স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়। নতুন ফোন হলো ব্লেড ভি ৪০, ব্লেড এ-৭২ এস ও ব্লেড এ ৫৩।

ব্লেড ভি ৪০ ফোনে আছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি পর্দা, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, ৬ গিগাবাইট ‍+ ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট রম। ফোনটি দ্রুত চার্জ করা যায়।

ব্লেড এ-৭২ এস সিরিজের স্মার্টফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি পর্দা। এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটিতে দ্রুত চার্জ করার প্রযুক্তি যোগ করা হয়েছে। ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা।

যারা কম দামের মধ্যে স্মার্টফোন কিনতে চান, তাঁদের জন্য ব্লেড এ ৫৩ মডেলের ফোন ছেড়েছে জেডটিই। ৬.৫২ ইঞ্চির পর্দার ফোনটিতে রয়েছে সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ২ ‍+ ২ গিগাবাইট র‌্যাম এবং ৩২ গিগাবাইট রম রয়েছে এই ফোনে।

 বাজারজাত করার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেডটিই বাংলাদেশের প্রধান নির্বাহী ভিনসেন্ট, ন্যাশনাল সেলস পার্টনার ইয়াংমিং, হানহাই বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হুয়াং হাই বিং, হেড অব বিজনেস আনোয়ার হোসাইন, বিক্রয় ব্যবস্থাপক সালেহ আহমেদ, হেড অব আডমিন রুবেল মেহেদী, হ্যালো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা, উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক বিপ্লব ও প্রধান বিপণন কর্মকর্তা সিরাজুল হক।