ট্রাইবিট স্টর্মবক্স ব্লাস্ট মডেলের ৯০ ওয়াটের স্পিকারটির ওজন মাত্র ৫ কেজি। ব্যাগের আকৃতি হওয়ায় হাতলও রয়েছে স্পিকারটিতে। ফলে কারও সাহায্য ছাড়াই বহন করা যায়। পানিরোধক স্পিকারটিতে এলইডি থাকায় রাতের বেলায় গানের তালে তালে আলোও জ্বলে। টানা ৩০ ঘণ্টা ব্যাটারিতে চলতে সক্ষম স্পিকারটির দাম ২০০ ডলার।
সূত্র: হাওটুগিক ডটকম