দুই পর্দার ল্যাপটপসহ নতুন ৬ ল্যাপটপ আনল আসুস

আসুসের নতুন ৬ মডেলের ল্যাপটপ হাতে অতিথিরাসংগৃহীত

দেশের বাজারে জেনবুক, জেফাইরাস, স্ট্রিক্স এবং স্কার সিরিজের নতুন ছয়টি ল্যাপটপ এনেছে আসুস বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে ‘জেনবুক ডুও’, ‘জেনবুক ১৪ ওলেড’,‘আরওজি জেফাইরাস জি১৪’, ‘আরওজি জেফাইরাস জি১৬’, ‘আরওজি স্ট্রিক্স জি১৬’ ও ‘আরওজি স্ট্রিক্স স্কার ১৮’ মডেলের ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে আসুসের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. আল ফুয়াদ জানান, আসুস সব সময় নতুন কিছু আনার চেষ্টা করে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বেশ কিছু প্রযুক্তি থাকায় ল্যাপটপগুলো ব্যবহারকারীদের নতুন ধরনের অভিজ্ঞতা দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে আসুসের ব্যবসায়িক অংশীদার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আসুস বাংলাদেশ।

আসুস জেনবুক ডুও মডেলের ল্যাপটপ
সংগৃহীত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টেল কোর আলট্রা ৯ প্রসেসরে চলা আসুস জেনবুক ডুও মডেলের ল্যাপটপটিতে দুটি ওলেড পর্দার পাশাপাশি ব্লুটুথ কি-বোর্ডও রয়েছে। ফলে কি-বোর্ডটি ল্যাপটপ থেকে আলাদা করেও বিভিন্ন কাজ করা সম্ভব। ১.৩৫ কেজি ওজনের ল্যাপটপটির দাম ধরা হয়েছে ২ লাখ ৫২ হাজার টাকা।

জেনবুক ১৪ ওলেড ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৭ প্রসেসর। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি আসুসের লুমিনা ওলেড টাচস্ক্রিন থাকায় ল্যাপটপটিতে স্বচ্ছন্দে কাজ করা যায়। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

১৪ ও ১৬ ইঞ্চি পর্দার আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ মডেলের ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে এমডি রাইজেন ৯ ও ইন্টেল কোর আলট্রা ৭ প্রসেসর। ল্যাপটপগুলো এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ এবং ৪০৭০ জিপিইউ গ্রাফিকস কার্ডসহ দেশের বাজারে পাওয়া যাবে। ২ লাখ ৮০ হাজার ও ৩ লাখ ৬২ হাজার টাকায় পাওয়া যাবে ল্যাপটপগুলো।  

আরওজি স্ট্রিক্স জি১৬ মডেলের ল্যাপটপটি মূলত গেমিং ল্যাপটপ। ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসরে চলা ল্যাপটপটিতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ গ্রাফিকস কার্ড এবং ১৬ ইঞ্চি পর্দা রয়েছে। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার টাকা।

আরওজি স্ট্রিক্স স্কার ১৮ মডেলের ল্যাপটপটিও গেমিং ল্যাপটপ। ১৪ প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসরে চলা ১৮ ইঞ্চি পর্দার ল্যাপটপটিতে ৬৪ গিগাবাইট র‍্যাম ও ১ টেরাবাইট এসএসডি রয়েছে। এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ জিপিইউ গ্রাফিকস কার্ডযুক্ত ল্যাপটপটিতে সর্বাধুনিক কুলিং প্রযুক্তি থাকায় দীর্ঘক্ষণ গেম খেলার পরও গরম হয় না। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকা।