ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হবে প্রসাধনী

মিঙ্ক মেকআপ প্রিন্টারমিঙ্ক

ঘরে বসে সাজার জন্য মেকআপ বক্স কেনেন অনেকেই। যত দামি ব্র্যান্ডের হোক না কেন, প্রায় সব মেকআপ বক্সেই নির্দিষ্ট রঙের মেকআপ পাওয়া যায়। ফলে নিজের ইচ্ছেমতো পছন্দের রঙের প্রসাধনী ব্যবহারের সুযোগ মেলে না। সমস্যার সমাধান দেবে থ্রি-ডি (ত্রিমাত্রিক) প্রিন্টার।

আরও পড়ুন

‘মিঙ্ক মেকআপ’ নামের এ প্রিন্টারে কালির পাশাপাশি ব্যবহার করা হয়েছে বিভিন্ন রঙের মেকআপ পাউডার। ফলে ইচ্ছা করলেই যেকোনো ফুলের রঙে মেকআপ পাউডার তৈরি করা যাবে। এ জন্য বাড়তি কোনো কষ্টও করতে হবে না। মিঙ্ক অ্যাপের মাধ্যমে ছবি নির্বাচন করে দিলেই থ্রি–ডি প্রিন্টারে সেটি প্রিন্ট হয়ে যাবে।

আরও পড়ুন

প্রিন্টারটি মূলত ইঙ্কজেট প্রিন্টারের আদলে কালি দিয়ে ছবি প্রিন্ট করে। এরপর দৃশ্যের রং অনুযায়ী ছবির ওপর বিভিন্ন রঙের মেকআপ পাউডার ছিটিয়ে দেয়। ফলে চাইলেই সেগুলো ব্রাশের সাহায্যে মুখে ব্যবহার করা যায়।
সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন