তেলের বদলে সৌরবিদ্যুতের সাহায্যে পথ চলতে পারে এই গাড়ি। ফলে তেলের দাম যতই বেশি হোক না কেন, বিনা মূল্যেই পথ চলা যাবে। ভেনেজুয়েলার ম্যারাকাইবো শহরের বাসিন্দা জোসে সিনট্রনের তৈরি এ গাড়ি মালামালও বহন করতে পারে।
গলফ কার্টের আদলে তৈরি আকারে ছোট এ গাড়ির ছাদ নেই। এর ছাদজুড়ে বসানো হয়েছে সৌর প্যানেল। ফলে সৌরশক্তি কাজে লাগিয়ে সহজেই গাড়ির ব্যাটারি চার্জ করা যায়। দরজা বা জানালাবিহীন এ গাড়ি চারজন যাত্রী নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার যেতে পারে।
স্বচ্ছন্দে পথ চলার জন্য শক্তিশালী ব্যাটারি রয়েছে গাড়িতে। সৌরবিদ্যুতের মাধ্যমে এ ব্যাটারি পুরো চার্জ করতে প্রায় ১০ ঘণ্টা সময় প্রয়োজন হয়। তবে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। কারণ, দিনে পথ চলার সময় বা থেমে থাকা অবস্থায়ও নিয়মিত সৌরবিদ্যুতে চার্জ হতে থাকে ব্যাটারি। ফলে চার্জ শেষ না হওয়ায় রাতেও পথ পাড়ি দেওয়ার সুযোগ থাকে।
সূত্র: রয়টার্স