ফরমাশ পেলে কফি বানিয়ে দেয় এই রোবট

অ্যাডাম রোবটএএফপি

আশপাশে কফি তৈরির যন্ত্র এবং উপকরণ দেখা গেলেও কোনো কর্মীর দেখা মিলবে না এই কফির দোকানে। কফির ফরমাশ নেওয়া কর্মীর সন্ধান না পেয়ে চলে আসতে চান কেউ কেউ। তবে একটু মনোযোগ দিয়ে তাকালে দেখা যাবে, ক্রেতার ফরমাশের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে একটি রোবট। নাম তার ‘অ্যাডাম’। ক্রেতার ফরমাশ অনুযায়ী দ্রুত কফি বানিয়ে দিতে পারে রোবটটি।

কফি বানাতে সক্ষম রোবটটির গড়নও বেশ অদ্ভুত। ডিমের আদলে তৈরি এ রোবটের দুটি হাত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে ফরমাশ পেলেই কারও সাহায্য ছাড়া ঘণ্টায় প্রায় ৫০ কাপ এক্সপ্রেসো কফি বানিয়ে দিতে পারে রোবটটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে চালু হওয়া বটবারে দেখা মিলবে এ রোবটের।
সূত্র: এএফপি

আরও পড়ুন