রাঁধুনি রোবট
ক্রেতাদের কাছ থেকে ফরমাশ পেলে কারও সাহায্য ছাড়া গরম ডুবোতেলে মুরগির মাংস ভেজে ফ্রাইড চিকেন তৈরি করতে পারে এই রাঁধুনি রোবট। শুধু তা-ই নয়, মান ঠিক রাখতে নির্দিষ্ট সময়ে মাংস তেল থেকে উঠিয়ে নির্দিষ্ট স্থানে ঢেলেও দেয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ‘রবার্ট চিকেন’ রেস্তোরাঁয় পুরোদস্তুর রাঁধুনির মতো কাজ করছে রোবটটি।
রান্নার কৌশল প্রোগ্রামের মাধ্যমে যুক্ত থাকায় এ রোবটের তৈরি ফ্রাইড চিকেনের মান ও স্বাদ বেশ ভালো। শুধু তা-ই নয়, দ্রুত ফ্রাইড চিকেন ভাজতে পারায় দ্রুত ক্রেতাদের খাবার সরবরাহও করা যায়।
সূত্র: এএফপি