ভ্রমণের সময় বিভিন্ন মানের হোটেলে রাত যাপন করতে হয় আমাদের। যত ভালো মানের হোটেলই হোক না কেন, অনেকেই লুকানো ক্যামেরা থাকার আতঙ্কে থাকেন। সমস্যার সমাধান দেবে অ্যান্টিস্পাই ক্যামেরা ফাইন্ডার।
আকারে ছোট যন্ত্রটি সহজেই আশপাশে থাকা লুকানো ক্যামেরার অবস্থান শনাক্ত করতে পারে। ছয়টি ইনফ্রারেড এলইডি লাইটযুক্ত যন্ত্রটির আলো-অন্ধকার ঘরে লুকানো ক্যামেরার লেন্সের ওপর পড়লেই লাল রং দেখা যায়। ফলে সহজেই লুকানো ক্যামেরার অবস্থান জানা সম্ভব।
অ্যান্টিস্পাই ক্যামেরা ফাইন্ডারের ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। যে স্থানে লুকানো ক্যামেরা খুঁজতে হবে, সে স্থানটি প্রথমে অন্ধকার করতে হবে। এরপর সাধারণ টর্চ বাতির আদলে রুমের চারপাশে আলো ফেলে ইনফ্রারেড স্ক্যান অপশন চালু করলেই লুকানো ক্যামেরার অবস্থান শনাক্ত করা যাবে। দাম ৯৯ ডলার।
সূত্র: ম্যাশেবল