ঈদবাজারে ৫টি দামি স্মার্টফোন

আগে অনেকেই বেশি দামের মোবাইল ফোনের কথা শুনলে চোখ কপালে তুলত। এখন দামি স্মার্টফোন অনেকে কাজের প্রয়োজনে কেনেন। আবার এটা হালফ্যাশনেরও অংশ। নির্মাতারা দামি ফোন তৈরির দিকে ছুটছে। বর্তমানে ‘দাম দিয়ে কিনব, ভালো দেখেই কিনব’ এমন চিন্তা থেকে স্মার্টফোন কিনতে চান অনেকে। ঈদের বাজারে নতুন কিছু দামি ফোনও এসেছে। ঢাকার বাজারে আছে, বেশি বাজেটের পাঁচটি স্মার্টফোনের খোঁজ থাকছে এখানে।

ভিভো ভি২৭

সনির সেন্সরসহ ১২০ হার্টজ ত্রিমাত্রিক (থ্রিডি) পর্দার ভি২৭ স্মার্টফোনটি হতে পারে ৪০ হাজারের বেশি বাজেটের মধ্যে অন্যতম সেরা পছন্দ। স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা। এতে আছে মাল্টি-টাচ ক্যাপাসিটিভ প্রযুক্তি। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর এবং ফানটাচ ওএস১৩ অপারেটিং সিস্টেমে চলে ফোনটি। অরা লাইট এবং সনির সেন্সরসমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল ওআইএস পেছনের ক্যামেরার সঙ্গে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সামনের ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। ৪,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির চার্জের জন্য রয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জার। ম্যাজিক ব্লু ও নোবেল ব্ল্যাক রঙের ৫৪ হাজার ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে ভিভোর এই ফোনটি।

ভিভো ভি২৭

অপো রেনো–৮টি

যাঁরা ছবি তুলতে ভালোবাসেন, তাঁদের জন্য অপো রেনো–৮টি স্মার্টফোনটি কাজের হবে। কেননা, এই ফোনে আছে ১০০ মেগাপিক্সেলের পোর্ট্রেট তোলার ক্যামেরা। অপোর রেনো সিরিজ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ৭ কোটি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়তা পেয়েছে। হালকা ডিজাইন, পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়িত্বের সমন্বয় করা হয়েছে এই ফোনে। এতে আছে ফাইবার গ্লাস-লেদার স্টিচ ডিজাইন। ৪৮ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন। ফোনটিতে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপো রেনো–৮টি কমলা ও কালো রঙের পাওয়া যাচ্ছে। দাম ৩২ হাজার ৯৯০ টাকা।

অপো রেনো–৮টি

রিয়েলমি জিটি মাস্টার  

রিয়েলমি সম্প্রতি ফাইভ-জি প্রযুক্তি–সমর্থিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি বাজারে এনেছে। স্যুটকেস থেকে অনুপ্রাণিত নকশা এর। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভ–জি প্রসেসর এবং অত্যাধুনিক ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে এতে। স্মার্টফোনটিতে আছে ৬.৪৩ ইঞ্চির ১২০ হার্টজ সুপার অ্যামোলেড পর্দা। এ ছাড়া ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিং ব্যবস্থার কারণে ৩৫ মিনিটের কম সময়ে চার্জ হবে স্মার্টফোনটির  ৪ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ও ইন্টেলিজেন্ট ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সঙ্গে রয়েছে স্ট্রিট ফটোগ্রাফি ফিল্টার। ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। এর দাম ৩৪ হাজার ৯৯০ টাকা।

রিয়েলমি জিটি মাস্টার

গ্যালাক্সি এ৭৩

গ্যালাক্সি এ৭৩ ফাইভ–জিকে বলা চলে মাল্টিমিডিয়া পাওয়ারহাউস। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভ–জি প্রসেসর। প্রয়োজনের সময় ফোনটির র‍্যাম‍ প্লাস সুবিধা দেবে ৮ জিবি পর্যন্ত অতিরিক্ত র‍্যাম বাড়িয়ে নেওয়ার সুযোগ। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ফোনে ধারণ করে রাখতে গ্যালাক্সি এ৭৩ ফাইভ–জিতে দেওয়া হয়েছে ২৫৬ জিবি তথ্য ধারণক্ষমতা, যা ১ টেরাবাইট পর্যন্তও বাড়িয়ে নেওয়া যাবে। নান্দনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি এ ফোনটিতে আছে সুপার স্লিম বেজেল, হালকা ডিসপ্লে, নিরবচ্ছিন্ন ক্যামেরা সুবিধা আর দীর্ঘ সময় ব্যাটারিতে চার্জ থাকার নিশ্চয়তা। বিশেষ ঈদ অফারে ৬৪ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।  

গ্যালাক্সি এ৭৩

আইফোন ১৪ প্রো

বাজারে নতুন না হলেও দামি ফোনের মধ্যে আইফোন ১৪ প্রো ম্যাক্সের চাহিদা এখনো বেশি। ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডি আর ওএলইডি পর্দা রয়েছে এ ফোনে। রয়েছে এ১৬ বায়োনিক চিপসেট। বলা হয় এটিই স্মার্টফোনের সবচেয়ে শক্তিশালী চিপসেট। দ্বিতীয় প্রজন্মের সেন্সর শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাসহ রয়েছে ৩ গুণ অপটিক্যাল জুম ও ২.৮ এফ অ্যাপারচার। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ একটি ১২-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের একটি সেন্সর ক্যামেরা। ২.২ অ্যাপারচারের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এ ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ পাওয়া যাবে। ফাইভ–জিসহ ওয়াই–ফাই ৬ ও ব্লুটুথ ৫.৩ সমর্থন করে এ ফোন। এর দাম ২ লাখ ১ হাজার ৫৯৯ টাকা।