১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই ফোনে

অনার এক্স৯ বিঅনার

বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে অনার। ৬ দশমিক ৭৮ ইঞ্চি বাঁকানো অ্যামোলেড পর্দার ‘অনার এক্স৯ বি’ মডেলের ফোনটির পেছনে ১০৮, ৫ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। গতকাল রোববার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নিজস্ব এক্সপেরিয়েন্স সেন্টার চালুর পাশাপাশি ফোনটির বাজারজাতকরণ শুরুর ঘোষণা দিয়েছে অনার বাংলাদেশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং, বাংলাদেশে অনারের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫জি নেটওয়ার্ক সুবিধার ফোনটিতে কোয়ালকমের অক্টাকোর প্রসেসরসহ ১২ গিগাবাইট র‍্যাম রয়েছে। ফলে দ্রুত বিভিন্ন কাজ করা যায়। ৫ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি সুবিধার ফোনটিতে ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।

২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়। নিরাপত্তার জন্য আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও রয়েছে ফোনটিতে। ইউএসবি টাইপ-সি পোর্ট সুবিধার ফোনটির দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা। তবে অগ্রিম ফরমাশ দিলে ক্রেতারা ২ হাজার টাকা ছাড় পাবেন। নির্দিষ্ট ব্যাংকের গ্রাহকেরা ছয় মাসের কিস্তিতে সুদ ছাড়া কিনতে পারবেন ফোনটি।