কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ছবি সম্পাদনা করে দেবে এই ফোনে
বাংলাদেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির রেনো১২ এফ ৫জি মডেলের নতুন ফোন এনেছে অপো। ফোনটিতে এআই ইরেজার, এআই ম্যাজিক স্টুডিও, এআই স্মার্ট ইমেজ ম্যাটিং২ সুবিধা থাকায় সহজেই ছবি থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুর ছবি মুছে ফেলা যায়। ফলে সেলফি বা দলগত ছবিতে কোনো পথচারীর ছবি এলে তা দ্রুত মুছে ফেলা সম্ভব। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এআই ডেটা ট্রান্সমিশন প্রযুক্তিসুবিধা থাকায় নেটওয়ার্ক দুর্বল থাকলেও স্বচ্ছন্দে কথা বলা যায় ফোনটিতে। ফলে দুর্বল মোবাইল নেটওয়ার্ক থাকলেও নিরবচ্ছিন্ন কথা বলার সুযোগ মিলে থাকে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ৪৫ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা সম্ভব।
৬ দশমিক ৬৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৪২ হাজার ৯৯০ টাকা। দুই বছরের বিক্রয়োত্তর সেবাও পাওয়া যাবে ফোনটিতে।