টেসলার অপটিমাস রোবট

মানুষের আদলে তৈরি এ রোবট ভারী বস্তু তোলার পাশাপাশি গাছেও পানি দিতে পারে। এক জায়গা থেকে বাক্স নিয়ে অন্য জায়গায় রাখতে সক্ষম রোবটটি তৈরি করেছে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ৭৩ কেজি ওজনের এ রোবট মানুষের মতোই হেঁটে চলাচল করতে পারে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টেসলা কার্যালয়ে আয়োজিত ‘এআই ডে’তে দেখা মিলেছে এ রোবটের।

অনুষ্ঠানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, এ ধরনের কয়েক লাখ রোবট তৈরির পরিকল্পনা রয়েছে টেসলার। এর দাম ২০ হাজার ডলার হতে পারে বলেও জানান তিনি।
একনজরে দেখে নেওয়া যাক ‘এআই ডে’ অনুষ্ঠানে অপটিমাস রোবটের কার্যক্রম—

এএফপি

ছবি১: মঞ্চে উপস্থিত হয়েই দর্শকদের সামনে হাত নাড়ছে অপটিমাস রোবট

এএফপি

ছবি২: অপটিমাস রোবটের পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইলন মাস্ক

এএফপি

ছবি৩: ধীর পায়ে দর্শকদের সামনে এগিয়ে যাচ্ছে অপটিমাস রোবট