নতুন চিপ, স্বাস্থ্যতথ্য জানার যন্ত্র এবং স্মার্ট চশমা দেখাল অপো

অপোর নতুন স্মার্ট চশমাঅপো

আজ বুধবার চীনে অনুষ্ঠিত ‘ইনো ডে ২০২২’ অনুষ্ঠানে নতুন চিপ, স্বাস্থ্যের তথ্য জানার যন্ত্র এবং স্মার্ট চশমা উন্মোচন করেছে অপো। ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে নতুন প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি জীবনমান উন্নয়নে নিজেদের ভূমিকা তুলে ধরেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উন্মোচন করা নতুন পণ্যগুলো দেখে নেওয়া যাক।

মারিসিলিকন ওয়াই চিপ

মারিসিলিকন ওয়াই চিপটিতে উন্নত এনসিক্সআরএফ (N6 RF) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১২ এমবিপিএস ব্যান্ডউইডথ ব্লুটুথ ধারণক্ষমতা। এই ব্লুটুথ ব্যান্ডউইডথের পরিমাণ আরও ৫০ শতাংশ বৃদ্ধি করা যাবে। এতে থাকা এসওসি অডিও প্রযুক্তি নির্বিঘ্নে ২৪ বিট বাই ১৯২ কিলোহার্টজের আল্টা ক্লেয়ার অডিও তারহীনভাবে স্থানান্তর করতে পারে।

ওহেলথ এইচওয়ান

হেলথ এইচওয়ান নামের মনিটরটি রক্তে অক্সিজেন মাত্রা, হৃৎস্পন্দন, তাপমাত্রা ও ফুসফুসের কার্যক্ষমতা মাপতে পারে। মাত্র ৯৫ গ্রাম ওজনের যন্ত্রটি মানুষের ঘুমের তথ্যও পর্যবেক্ষণ করতে পারে। তারহীন হওয়ায় সহজে ব্যবহার করা যায় যন্ত্রটি।

অপো এয়ার গ্লাস টু

অপো এয়ার গ্লাস টু নামের নতুন স্মার্ট চশমাটিতে এসআরজি (সোলার-রিফ্লেকটিভ গ্লাস) ওয়েভ গাইড লেন্স ব্যবহার করা হয়েছে। ফোন কল করার সুযোগ দেওয়ার পাশাপাশি মুখের কথা কাচে দেখাবে চশমাটি। শুধু তা–ই নয়, এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদও করবে। পণ্যগুলো কবে আসবে বা দাম কত হবে, তা জানায়নি অপো।