১৯ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয় এই ফোন, ব্যাটারিও গরম হয় না
দেশের বাজারে দ্রুত চার্জ হতে সক্ষম নতুন স্মার্টফোন আনছে রিয়েলমি বাংলাদেশ। ‘রিয়েলমি ১২’ মডেলের ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৬৭ ওয়াটের সুপারভুক চার্জিং প্রযুক্তি থাকায় ১৯ মিনিটের মধ্যে শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। শুধু তা–ই নয়, ৫ মিনিটের মধ্যে ১৮ শতাংশ চার্জ করার সুযোগ থাকায় ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির দাম ধরা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম থাকলেও বাড়তি ৮ গিগাবাইট র্যাম যুক্ত করা যায়। এর ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা সম্ভব। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে শক্তিশালী কুলিং প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় গেম বা ভিডিও চালু থাকলেও গরম হয় না।
৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোনটির পেছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস) প্রযুক্তির ৫০ ও ২ মেগাপিক্সেলের ২টি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে ফোনটি দিয়ে স্বয়ংক্রিয়ভাবেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়। দুটি স্টেরিও স্পিকারযুক্ত ফোনটি কেনার জন্য অগ্রিম ফরমাশ দিয়ে লটারির মাধ্যমে বিভিন্ন পুরষ্কারও পাওয়া যাবে।