ইন-সেন্সর জুম প্রযুক্তির ক্যামেরা রয়েছে এই ফোনে

রিয়েলমি সি ৬৭রিয়েলমি

বাংলাদেশের বাজারে ‘সি ৬৭’ মডেলের নতুন ফোন আনতে যাচ্ছে রিয়েলমি। ফোনটির পেছনে ১০৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ১২ ফেব্রুয়ারি বাজারে আসতে যাওয়া ফোনটিতে শক্তিশালী ইন-সেন্সর জুম প্রযুক্তি থাকায় ভালো মানের ছবি তোলা যায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি।

স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ৬ দশমিক ৭২ ইঞ্চি পর্দার ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব। শুধু তা–ই নয়, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।

অ্যান্ড্রয়েড ১৪ (রিয়েলমি ইউআই) অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধার পাশাপাশি স্টেরিও স্পিকার রয়েছে। এর ফলে ভালো মানের শব্দ শোনা যায়।