চালক ছাড়াই যাত্রী বহন করবে এই গাড়ি

চালকবিহীন এ গাড়ি ভাড়াও নেওয়া যাবেত্রুজ

ব্যস্ত রাস্তায় চলন্ত এ গাড়ি দেখে চমকে যাবেন অনেকেই। কারণ, পেছনে যাত্রী থাকলেও চালকের আসনে কেউ নেই। সাধারণ ট্যাক্সির আদলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য গাড়িটি ভাড়াও নেওয়া যাবে।

আরও পড়ুন

চালকবিহীন এ গাড়িতে চড়ার সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন ও অ্যারিজোনার ফোনিক্স শহরের নির্দিষ্ট এলাকায় রোবোট্যাক্সি ব্যবহারের সুবিধা চালু করছে জেনারেল মোটরসের সহযোগী প্রতিষ্ঠান ক্রুজ।

আরও পড়ুন

ত্রুজের তৈরি এ গাড়িগুলো প্রাথমিকভাবে নির্দিষ্ট দিন এবং সময়ে যাত্রী পরিবহন করবে। ভবিষ্যতে গাড়ি এবং এলাকার সংখ্যা বৃদ্ধি করা হবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে সীমিত পরিসরে রোবোট্যাক্সি কার্যক্রম পরিচালনা করছে ক্রুজ।
সূত্র: টেক ক্র্যান্চ

আরও পড়ুন