দেশের বাজারে অ্যাভোকরের স্পর্শনির্ভর পর্দার প্যানেল
বাংলাদেশের বাজারে অ্যাভোকর ব্র্যান্ডের ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল (আইএফপি) এনেছে টেক রিপাবলিক। অত্যাধুনিক প্রযুক্তির ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলটিতে স্পর্শনির্ভর সুবিধা থাকায় পর্দা স্পর্শ করেই দ্রুত বিভিন্ন তথ্য উপস্থাপন করা যায়। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পণ্যটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে টেক রিপাবলিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ বলেন, বর্তমান ডিজিটাল যুগে কার্যকর সহযোগিতা ও আকর্ষণীয় শিক্ষা পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাভোকর ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল তেমনই প্রযুক্তিগত সমাধান, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা উভয়ই বাড়াতে সহায়ক হবে।
টেক রিপাবলিকের পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের সেরা প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা। জাবরা, স্টিল সিরিজ ও অ্যাভোকরের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব আমাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলটি সহজে ব্যবহারের সুযোগ দিতে কারিগরি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণও দেবে টেক রিপাবলিক।’
এক ভিডিও বার্তায় অ্যাভোকরের ভারত ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিক্রয় পরিচালক রোহিত এ কে বলেন, ‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারে অ্যাভোকরের পণ্য বর্তমানে খুবই জনপ্রিয়। আমাদের বিশ্বাস, স্পর্শনির্ভর পর্দার ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলটি বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনবে।’
অনুষ্ঠানে জানানো হয়, অ্যাভোকর ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলে মাল্টিটাচ প্রযুক্তি থাকায় একসঙ্গে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারেন। ফলে সহজেই যৌথভাবে প্রেজেন্টেশন দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকও করা যায়। গুগল প্লে স্টোর ও গুগল ওয়ার্ক স্পেসের সঙ্গে সরাসরি যুক্ত ৬৫, ৭৫ ও ৮৬ ইঞ্চি পর্দার প্যানেলগুলোর দাম মডেলভেদে ২ লাখ ৭০ হাজার টাকা থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা।