চেহারা বা প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা লিখে দিলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি আঁকতে পারে এই রোবট। ‘দ্য ফ্রিডা’ নামের রোবটটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নির্মাতাদের দাবি, চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থাকায় সহজেই যেকোনো দৃশ্যের ছবি আঁকতে পারে রোবটটি।
ডিজিটাল পর্দায় নয়, চিত্রশিল্পীদের মতো ক্যানভাসে ছবি আঁকতে পারে ‘দ্য ফ্রিডা (ফ্রেমওয়ার্ক অ্যান্ড রোবটিকস ইনিশিয়েটিভ ফর ডেভেলপিং আর্ট)’। শুধু তা–ই নয়, ছবির বিষয়বস্তু বুঝে রঙের মিশ্রণও তৈরি করতে পারে। তবে নিজ থেকে কোনো ছবি আঁকতে পারে না রোবটটি। তাই একে শিল্পী বলতে নারাজ কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ইনস্টিটিউটের একজন শিক্ষক জঁ ওহ। ফ্রিডা আসলে একটি রোবট বাহু। যেটি নির্দেশনা অনুযায়ী ছবি আঁকতে পারবে। ফ্রিডাকে শিল্পীরা সৃজনশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করবে বলে আশা করছেন এই শিক্ষক।
সূত্র: ইন্ডিয়া টাইমস