৮ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা যায় এই ফোনে

অপো এ৭৭অপো

বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে অপো। হেলিও জি৩৫ ১২ এনএম প্রসেসরে চলা অপো এ৭৭ মডেলের এই ফোনে ১২৮ গিগাবাইট রম এবং ৪ গিগাবাইট র‍্যাম রয়েছে, যা ৮ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যায়। এর দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

৬.৫৬ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পানিরোধক ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়।

কালারওএস ১২.১ ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। শুধু তাই নয়, স্টেরিও স্পিকার যুক্ত থাকায় ভালো মানের শব্দও শোনা সম্ভব।

অপো বাংলাদেশের অনুমোদিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং জানিয়েছেন, অপো এ৭৭ ফোন ব্যবহারকারীদের স্মার্ট লাইফের সেরা অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে বিভিন্ন কাজ করতে পারবেন।