কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা রয়েছে এই ফোনে
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। চ্যাম্পিয়ন সি সিরিজের ‘সি৩০এস’ মডেলের এই ফোনে ৩ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফলে স্বচ্ছন্দে কাজ করা যায়। এর দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯৯ টাকা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
অক্টা কোর প্রসেসরে চলা ৬.৫ ইঞ্চি এলসিডি পর্দার ফোনটির সামনে-পেছনে ৫ ও ৮ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধার (এআই) ক্যামেরা রয়েছে। ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি।
১৮২ গ্রাম ওজনের এ ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই শক্তিশালী। তাই আঙুলের ছাপ ব্যবহার করে মাত্র ০.৫৮ সেকেন্ডের মধ্যে খোলা যায় ফোনটি। ফলে প্রয়োজনের সময় দ্রুত কাজ করা যায়। আলট্রা সেভিং মোডও রয়েছে ফোনটিতে। এ সুবিধা কাজে লাগিয়ে ব্যাটারির চার্জ ৫ শতাংশ থাকলেও টানা দেড় ঘণ্টা পর্যন্ত কথা বলা সম্ভব।