বাঁকানো ৪৫ ইঞ্চি পর্দার ওএলইডি গেমিং মনিটর আনছে এলজি

আল্ট্রাগিয়ার ৪৫ জিআর ৯৫ কিউই মডেলের মনিটরএলজি

গেমারদের জন্য বাঁকানো ৪৫ ইঞ্চি পর্দার ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) প্রযুক্তির মনিটর তৈরি করেছে এলজি। আল্ট্রাগিয়ার ৪৫ জিআর ৯৫ কিউই মডেলের এ মনিটরের দাম ১ হাজার ৭০০ ডলার। এলজি জানিয়েছে, ১২ ডিসেম্বর থেকে এ মনিটরের অগ্রিম চাহিদা (প্রি-অর্ডার) কার্যক্রম শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ২৮ ডিসেম্বর থেকে বাজারজাত করা হবে মনিটরটি।

আরও পড়ুন

৩৪৪০ বাই ১৪০০ পিক্সেল রেজল্যুশনের এ মনিটরের অ্যাসপেক্ট রেশিও ২১: ৯। ফলে মাত্র আড়াই ফুট দূর থেকেও নিখুঁতভাবে ভিডিও গেমের দৃশ্য দেখা যায়। ২৪০ হার্টজ রিফ্রেশ হার–সুবিধার এ মনিটরকে এলজির তৈরি সবচেয়ে বেশি রিফ্রেশ হার–সুবিধার বাঁকানো পর্দার ওএলইডি মনিটর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: দ্য ভার্জ