মোটরসাইকেলের আদলে উড়ুক্কু বাইক তৈরি করেছে এরউইনস টেকনোলজিস। একজন যাত্রী নিয়ে ঘন্টায় ৬২ মাইল গতিতে টানা ৪০ মিনিট উড়তে সক্ষম এ উড়ুক্কু বাইকের দেখা মিলেছে যুক্তরাষ্ট্রে চলা ডেট্রয়েট অটো শোতে। ‘দ্য এক্সটিউরিসমো’ নামের বাইকটির দাম ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার।
এরউইনসের তথ্যমতে, ১২ ফুট লম্বা উড়ুক্কু এ বাইকের ওজন ৬৬০ পাউন্ড। আগামী জানুয়ারি মাসের মধ্যে ২০০টি উড়ুক্কু বাইক তৈরি করা হবে। ভবিষ্যতে আকারে ছোট উড়ুক্কু বাইক তৈরির পরিকল্পনাও রয়েছে, যা ৫০ হাজার ডলারের মধ্যে কেনা যাবে।
সূত্র: ডেইলি মেইল