হৃৎস্পন্দনের গতি ফোনের পর্দায় দেখাবে এই স্মার্ট ঘড়ি

জার্মিন ভেন্যু ২ প্লাস মডেলের স্মার্ট ঘড়িটি যেকোনো সময় ইসিজি পরীক্ষা করে হৃৎস্পন্দনের তথ্য জানাতে পারেজার্মিন

বিশ্বজুড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলেছে। তবে হৃৎস্পন্দনের গতি সম্পর্কে আগাম তথ্য জানা থাকলে হৃদ্‌রোগের দ্রুত চিকিৎসা শুরু করে জীবন রক্ষা করা সম্ভব। কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই সময়মতো ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি পরীক্ষা করতে পারেন না। তবে চাইলেই যেকােনো সময় এ স্মার্ট ঘড়ির সাহায্যে ইসিজি পরীক্ষা করা যাবে।

জার্মিন ভেন্যু ২ প্লাস মডেলের স্মার্ট ঘড়িটি হাতে পড়া অবস্থায় ব্যবহারকারীদের ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি পরীক্ষা করে ফোনের পর্দায় ইসিজি যন্ত্রের মতোই হৃৎস্পন্দনের ওঠানামা দেখাতে পারে। ফলে স্মার্ট ঘড়িটির সাহায্যে যেকোনো সময় ইসিজি পরীক্ষা করে হৃৎস্পন্দনের তথ্য জানা যায়। শুধু তা-ই নয়, অ্যাপের মাধ্যমে ৩০ সেকেন্ড পর্যন্ত ইসিজির ভিডিও সংরক্ষণও করা সম্ভব। ফলে চিকিৎসকদের কাছে ভিডিওটি পাঠিয়ে দূর থেকেই হৃদ্‌রোগের চিকিৎসা শুরু করতে পারবেন ব্যবহারকারীরা।

নিখুঁতভাবে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা ইসিজি পরীক্ষার জন্য নতুন অ্যাপও তৈরি করেছে জার্মিন। অ্যাপটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভেন্যু ২ প্লাস মডেলের স্মার্ট ঘড়িটির দাম ৪৫০ ডলার।
সূত্র: টেক ক্র্যাঞ্চ