আইওএস যন্ত্রে স্পাইওয়্যার থেকে সুরক্ষিত থাকতে যে পরামর্শ ক্যাসপারস্কির

ছবি: সংগৃহীত

ডিজিটাল সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইনে বিভিন্ন প্রতারণার শঙ্কাও তৈরি হয়েছে। ম্যালওয়্যার দিয়ে সাইবার আক্রমণের শিকার হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো পেগাসাস স্পাইওয়্যার। পেগাসাস দিয়ে কোনো যন্ত্র একবার সংক্রমিত হলে যন্ত্রটি হ্যাক করে দূর থেকে সেটির নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি এই স্পাইওয়্যারকে নজরদারির জন্য শক্তিশালী টুল হিসেবেও ব্যবহার করা যায়। নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির নিরাপত্তা গবেষকেরা আইওএস যন্ত্রে পেগাসাস স্পাইওয়্যার শনাক্তের পদ্ধতিও তৈরি করেছেন।

ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের (জিআরইএটি) তৈরি এই শনাক্তকরণ প্রক্রিয়া শাটডাউন লগ ফাইলের সাহায্যে পেগাসাসের নতুন সংস্করণ রেন ও প্রিডেটরও চিহ্নিত করা সম্ভব। এ ছাড়া ক্যাসপারস্কির এই দল ত্রুটি যাচাইয়ের একটি টুলও তৈরি করেছে। এই টুলের সাহায্যে আইওএস যন্ত্রে কোনো স্পাইওয়্যার থাকলে তা খুঁজে পাওয়া সম্ভব। পাইথন থ্রি স্ক্রিপ্টের টুলটি দিয়ে শাটডাউন লগ ফাইল যাচাই করা হয়। বিনা মূল্যের টুলটি ম্যাকওএস, উইন্ডোজ ও লিনাক্সে ব্যবহার করা যাবে। টুলটি গিটহাবে পাওয়া যাবে।

আইওএস ব্যবহারকারীদের কিছু সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কির নিরাপত্তা দল। দেখে নেওয়া যাক কী সেগুলো।

  • যন্ত্র নিয়মিত রিস্টার্ট দেওয়া: কিছু গবেষণায় দেখা গেছে, পেগাসাসে জিরো ক্লিক আক্রমণ ব্যবহার করা হয়। এটি যন্ত্রে থাকে না। যন্ত্র রিস্টার্ট দেওয়ার মাধ্যমে এই স্পাইওয়্যার মুছে ফেলা যায়।

  • লকডাউন মোড ব্যবহার: কিছু গবেষণায় দেখা গেছে যে অ্যাপলের লকডাউন মোড ব্যবহারের ফলে আইওএসে ম্যালওয়্যার আক্রমণ থেকে সুরক্ষিত থাকা যায়।

  • হালনাগাদ আইওএস ব্যবহার: পুরোনো ত্রুটি কাজে লাগিয়ে স্পাইওয়্যারের সংক্রমণ ঘটানো হয়। ফলে হালনাগাদ করা আইওএস ব্যবহারের পরামর্শ দিচ্ছে ক্যাসপারস্কির নিরাপত্তা দলটি। হালনাগাদ আইওএসে এই পুরোনো নিরাপত্তাত্রুটির সমাধান করা হয়।

  • লিংক ক্লিকে সাবধান: এসএমএস, ই–মেইল এবং অন্যান্য অ্যাপে পাঠানো ক্ষতিকর লিংকের মাধ্যমে স্পাইওয়্যার সংক্রমণ হতে পারে। তাই লিংকে ক্লিক করার আগে তা যাচাই করে নিতে হবে।

  • ব্যাকআপ ও সিসডায়াগস স্ক্যান: আইওএসে ম্যালওয়্যার সংক্রমিত হয়েছে কি না শনাক্তে ক্যাসপারস্কির টুল ও এমভিটি দিয়ে ব্যাকআপ এবং সিসডায়াগনস ফাইল স্ক্যান করতে হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে ডট ইন