এ বছরের সিইএস মেলা শেষ হচ্ছে আজ

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে আজ শনিবার শেষ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। ৭ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এ মেলা। বছরের শুরুতে এ মেলায় দেখা যায় নতুন নতুন প্রযুক্তির নানা চমক। এবারের মেলার কয়েকটি ছবি নিয়ে এ আয়োজন।

১ / ৫
গতকাল শুক্রবার সিইএসে টিসিএলের এআই এমআই রোবটের ছবির পাশ দিয়ে যাচ্ছেন একজন দর্শনার্থী
ছবি: এএফপি
২ / ৫
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির খেলনা রোবট এআই এমআই দেখিয়েছে টিসিএল। গতকাল শুক্রবার লাস ভেগাসে সিইএস মেলায়
ছবি: এএফপি
৩ / ৫
সিইএস মেলায় স্ন্যাপড্রাগনের স্টলে রাখা সারি সারি ল্যাপটপ কম্পিউটারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন দর্শক
ছবি: এএফপি
৪ / ৫
স্যামসাংয়ের স্টলে দর্শনার্থী
ছবি: এএফপি
৫ / ৫
স্মার্টফোনের কেস বা খাপ নিয়েও আগ্রহ কম নয় ব্যবহারকারীদের। সিইএসে একটি স্টলে স্মার্টফোনের কেস দেখছেন দর্শনার্থীরা
ছবি: এএফপি