নড়াচড়া শনাক্ত করে মুঠোফোনের মোশন ট্র্যাকার

পিভো পড লাইট মোশন ট্র্যাকারপিভো

টিকটক, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটের জন্য নিয়মিত ভিডিও করেন অনেকেই। কেউ আবার ক্যামেরাম্যানের সাহায্য ছাড়াই ভিডিও করেন। তবে নাচের ভিডিও করার সময় বেশ ঝামেলায় পড়েন তাঁরা। কারণ, ক্যামেরার ফ্রেমের মধ্যে থেকে নাচা আর হয়ে ওঠে না। সমস্যার সমাধান দেবে মুঠোফোনের এই মোশন ট্র্যাকার।

আরও পড়ুন

আকারে ছোট যন্ত্রটি সামনে থাকা ব্যক্তির চেহারা ও নড়াচড়া শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে দিক পরিবর্তন করতে পারে। অর্থাৎ যন্ত্রটির সঙ্গে মুঠোফোন যুক্ত করলেই সামনে থাকা ব্যক্তি যেদিকে যাবেন, সেদিকে মুঠোফোন ঘুরে যাবে। ফলে নাচসহ যেকোনো ভিডিও কারও সাহায্য ছাড়াই করা যাবে।

পিভো পড লাইট নামের এ মোশন ট্র্যাকার ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। ট্র্যাকারটির ওপরের দিকে মুঠোফোন রাখার স্ট্যান্ডও রয়েছে। ট্র্যাকারের স্ট্যান্ডের মধ্যে মুঠোফোন রেখে ক্যামেরা চালু করলেই স্বচ্ছন্দে ভিডিও করা যায়। আইফোন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো মুঠোফোনে এ ট্র্যাকার ব্যবহার করা যায়। দাম ৮০ ডলার।
সূত্র: ম্যাশেবল