এবার রোবট মাছ

রোবট মাছএএফপি

স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে থাকা মাছটিকে প্রথম দেখায় জীবন্ত মাছ বলে ভুল হতেই পারে। তবে একটু ভালো করে দেখলে ভুল ভেঙে যাবে। এটি মাছই, তবে আসল নয়। মাছের আদলে তৈরি রোবটটির দেখা মিলেছে চীনের বেইজিংয়ে চলা ওয়ার্ল্ড রোবট সম্মেলনে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২১ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন
অস্ত্রোপচার করতে পারে রোবট হাতটি
এএফপি

চার দিনের এ সম্মেলনে রোবট মাছের পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে অস্ত্রোপচার করতে সক্ষম রোবট হাত। কোয়েল পাখির ডিমের খোসা ছাড়িয়ে হাতটি অস্ত্রোপচারে নিজের সক্ষমতাও তুলে ধরেছে।

আরও পড়ুন
মুখের লালা সংগ্রহ করছে রোবটটি
এএফপি

করোনাসহ বিভিন্ন রোগ শনাক্তের জন্য মুখের লালা বা নাকের সোয়াব সংগ্রহ করতে সক্ষম রোবটেরও দেখা মিলেছে সম্মেলনে। দর্শনার্থীদের মুখের লালা সঠিকভাবে সংগ্রহও করে দেখিয়েছে রোবটটি।
সূত্র: এএফপি

আরও পড়ুন