মাত্র আড়াই মিলিমিটার পুরু এই স্পিকার

পাতলা স্পিকারএলজি ডিসপ্লে

গান শোনার জন্য আমরা অনেকেই ঘরে বাইরে স্পিকার ব্যবহার করে থাকি। এসব স্পিকারের বেশিরভাগই গোলকার বা বক্স আকৃতির হয়ে থাকে। এবার কাগজের আদলে পাতলা স্পিকার তৈরি করেছে এলজি ডিসপ্লে।

২.৫ মিলিমিটার পুরুত্বের এ স্পিকারের ওজন ৪০ গ্রাম। গাড়িতে ব্যবহার উপযোগী এ স্পিকার ড্যাশবোর্ডসহ গাড়ির অভ্যন্তরে যেকোনো স্থানে যুক্ত করা সম্ভব। ফলে গাড়ির অভ্যন্তরের নকশা বর্তমানের তুলনায় আরও ভালোভাবে করা যাবে। আগামী বছর বাজারে আসতে যাওয়া স্পিকারটির বিস্তারিত কারিগরি তথ্য জানায়নি এলজি ডিসপ্লে।
সূত্র: এনডিটিভি