এক চার্জে ৭ দিন চলে এই স্মার্ট ঘড়ি

কিসিলেক্ট কেএস প্রো স্মার্ট ঘড়িসংগৃহীত

দেশের বাজারে ‘কিসিলেক্ট কেএস প্রো’ মডেলের স্মার্ট ঘড়ি এনেছে প্রযুক্তি পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান মোশন ভিউ। গতকাল সোমবার ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে স্মার্ট ঘড়িটি বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। ৩৩০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার স্মার্ট ঘড়িটি একবার পূর্ণ চার্জ করার পর সর্বোচ্চ সাত দিন ব্যবহার করা যায়। স্মার্ট ঘড়িটির দাম ধরা হয়েছে ৭ হাজার ১২০ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোশন ভিউ।

২.০১ ইঞ্চি পর্দার স্মার্ট ঘড়িটিতে ৪০১ বাই ৫০২ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফলে সহজেই স্মার্ট ঘড়ির পটভূমিতে পছন্দের ছবি ব্যবহার করা যায়। ব্লু-টুথ ৫.২ সংস্করণ সমর্থন করা স্মার্ট ঘড়িটিতে বিল্ট ইন মিউজিক প্লেয়ার, স্পিকার ও মাইক্রোফোন রয়েছে। ফলে স্মার্ট ঘড়ি থেকেই সরাসরি ফোনকল করা সম্ভব।

ব্যবহারকারীর হৃৎস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয়ের পাশাপাশি ঘুমের ধরন শনাক্ত করতে পারে পানিরোধক স্মার্ট ঘড়িটি। স্পোর্টস মোড, পাসওয়ার্ড প্রোটেকশন, এইচডি অডিও, মেসেজ পুশ সুবিধার স্মার্ট ঘড়িটিতে এক বছরের বিক্রয়োত্তর সুবিধাও পাওয়া যাবে।