ফ্লাক্স ৭ টিডব্লিউএস মডেলের ইয়ারবাডসসহ চার্জিং কেসসংগৃহীত

ভ্রমণের সময় গান শোনার জন্য তারহীন ইয়ারবাডস ব্যবহার করেন অনেকেই। তবে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ইয়ারবাডসের চার্জ শেষ হয়ে মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয়। এ সমস্যার সমাধান দেবে ফ্লাক্স ৭ টিডব্লিউএস মডেলের ইয়ারবাডসসহ চার্জিং কেস। চার্জিং কেসটি ব্যবহার করে চাইলে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারও (ট্যাব) চার্জ করা যায়।

ইয়ারবাডস চার্জ করার জন্য চার্জিং কেসের মধ্যে আকারে ছোট পাওয়ার ব্যাংক রয়েছে। আকারে ছোট পাওয়ার ব্যাংকটিতে দুই হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ইয়ারবাডসসহ স্মার্টফোন ও ট্যাব চার্জ করা সম্ভব। চার্জ শেষ হলেও কোনো চিন্তা নেই, কেব্‌লের মাধ্যমে পুনরায় পাওয়ার ব্যাংকের ব্যাটারি চার্জ করা যায়। আকারে ছোট হওয়ায় সহজে বহনও করা যায় চার্জিং কেসটি। ইয়ারবাডসসহ চার্জিং কেসটির দাম ২৩ ডলার।

সূত্র: জেডডিনেট