পিৎজা বানানো রোবট

পিৎজা বানানো রোবটস্টেলার পিৎজা

মাত্র পাঁচ মিনিটের মধ্যে পিৎজা বানাতে পারে এ রোবট। ফলে খাবারের ফরমাশ দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না ক্রেতাদের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় রোবটের তৈরি পিৎজা বিক্রির পরিকল্পনা করেছে ‘স্টেলার পিৎজা’ নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান।

পিৎজা বানাচ্ছে রোবট
স্টেলার পিৎজা

যুক্তরাষ্ট্রভিত্তিক স্টেলার পিৎজা প্রতিষ্ঠানটি মূলত ট্রাকে করে পিৎজা সরবরাহ করে। এবার ক্রেতাদের সামনে পিৎজা তৈরি করে দিতে রোবট শেফযুক্ত ট্রাক চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে একটি ট্রাকে রোবট শেফ স্থাপনও করেছে তারা।

আরও পড়ুন

স্টেলার পিৎজা জানিয়েছে, বিভিন্ন উপকরণের সাহায্যে ১০ ধরনের পিৎজা ৫ মিনিটের কম সময়ে বানাতে পারে রোবটটি। ৭ থেকে ১২ ডলারের বিনিময়ে কেনা যাবে পিৎজাগুলো।
সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন