এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে

এস২৩ মডেলের নতুন স্মার্টফোন এনেছে আইটেলসংগৃহীত

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ৬.৬ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) পর্দার ‘এস২৩’ মডেলের এই ফোনে টাইগার ৬০৬ অক্টাকোর প্রসেসর থাকায় দ্রুত যেকোনো কাজ করা যায়। দুটি সংস্করণে বাজারে আসা ফোনটির সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১০ হাজার ৪৯০ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল।

১২৮ গিগাবাইট ধারণক্ষমতার এ ফোনে সংস্করণভেদে ৪ ও ৮ গিগাবাইট র‍্যাম রয়েছে। চাইলে বাড়তি র‍্যামও ব্যবহার করা যাবে। ফোনটির সামনে-পেছনে ৮ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে সহজেই উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি।

ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ। এর ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলা যায়। ফোনটিতে ১২০ হার্জ টাচ রেসপনসিভ রেট সুবিধার পর্দা থাকায় দ্রুত কাজ করা সম্ভব। দুটি রঙে বাজারে আসা ফোনটিতে নিরাপত্তার জন্য চেহারা ও আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও রয়েছে।