আঙুলের ছাপেই চালু হবে মেটবুক

১১তম প্রজন্মের ইনটেল কোর আই ফাইভ প্রসেসরে চলা মেটবুক ডি১৪ ও ডি১৫ মডেলের নোটবুক দুটিতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন সুবিধা। অর্থাৎ আঙুলের ছাপ শণাক্ত করে, তবেই চালু হবে এই নোটবুক কম্পিউটার। ফলে চাইলেও অপরিচিত কেউ এটি চালু করতে পারবেন না। শুধু তাই নয়, রিভার্স চার্জিং সুবিধা থাকায় বন্ধ থাকলেও মেটবুক থেকে স্মার্টফোন চার্জ করা যায়। ওজনও বেশ কম, ১. ৩৮ ও ১.৫৬ কেজি।

আরও পড়ুন

হুয়াওয়ের তৈরি মেটবুকগুলোর পুরুত্ব ১৫.৯ মিলিমিটার ও ১৬.৯ মিলিমিটার। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ৫১২ গিগাবাইটের এসএসডি, ৮ গিগাবাইট র‍্যাম, ডুয়েল অ্যান্টেনার ওয়াই-ফাই ৬ ও ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিকস কার্ড থাকায় মেটবুকগুলোয় দ্রুত কাজ করার পাশাপাশি ভালোমানের গ্রাফিকসের কাজ করা যায়।

আরও পড়ুন

১৪ ও ১৫.৬-ইঞ্চি স্ক্রিনের মেটবুক দুটিতে ফুল এইচডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন সুবিধা থাকায় উন্নত রেজল্যুশনের ছবি দেখা যায়। চাইলে মনিটরের সঙ্গে যুক্ত করে বড় পর্দায় ছবি দেখারও সুযোগ মিলবে। কিনতে গুনতে হবে ৭১ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন