আবার শুরু হচ্ছে ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতা

বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতাসংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে দ্বিতীয়বারের মতো ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ২.০’ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (ইবিএলআইসিটি) প্রকল্প।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবিএলআইসিটি প্রকল্প জানিয়েছে, উদ্ভাবনী সমাধান ও উন্মুক্ত বিভাগে বিভক্ত এ প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমস্যা সমাধানের প্রাথমিক ধারণা পাঠাতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত ধারণাগুলোর মান উন্নয়নে চূড়ান্ত প্রতিযোগিতার আগে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর নিজেদের উন্নয়ন করা ধারণার কারিগরি দিক গবেষণাপত্রের মাধ্যমে জমা দিতে হবে। সুনির্দিষ্ট বিষয়ে কৃত্রিম প্রযুক্তিনির্ভর সেবার ধারণা দেওয়া ছয়টি দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক, সফটওয়্যার নির্মাতাসহ আগ্রহীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১৬ ডিসেম্বর পর্যন্ত www.bangla.gov.bd ঠিকানায় ধারণা জমা দেওয়া যাবে।