জিমেইলে নতুন সুবিধা

জিমেইলের ইনবক্স ব্যবস্থাপনায় নতুন সুবিধা চালু করেছে গুগলগুগল

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের ই-মেইল সেবা সাবস্ক্রিপশন করেন অনেকেই। কিন্তু প্রয়োজনীয় তথ্যের বদলে নিয়মিত বিজ্ঞাপন বা প্রচারণামূলক ই-মেইল পাঠানোর কারণে দরকারের সময় জিমেইলে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে বেশ ঝামেলা হয়। আর তাই জিমেইলের ইনবক্স ব্যবস্থাপনায় নতুন সুবিধা চালু করেছে গুগল। ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’ নামের এই সুবিধার মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা তাঁদের সক্রিয় সাবস্ক্রিপশনগুলোর ই-মেইল ঠিকানা একই স্থানে সংরক্ষণ করতে পারবেন। এর মাধ্যমে সম্প্রতি কোন প্রতিষ্ঠান কতটি ই-মেইল পাঠিয়েছে, তা সহজে জানা যাবে। ফলে অপ্রয়োজনীয় ই-মেইল পাঠানো প্রতিষ্ঠানগুলোর সাবস্ক্রিপশন বাতিল করা যাবে।

গুগলের তথ্যমতে, ম্যানেজ সাবস্ক্রিপশন–সুবিধা চালুর ফলে জিমেইল ব্যবহারকারীরা ইনবক্সে জমে থাকা অপ্রয়োজনীয় বার্তা শনাক্ত ও মুছে ফেলার কাজ বর্তমানের তুলনায় অনেক দ্রুত ও ঝামেলাহীনভাবে করতে পারবেন। সুবিধাটি চালু করে প্রেরকদের নামের ওপর ক্লিক করলেই তাদের পাঠানো ই-মেইলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেখা যাবে। শুধু তা–ই নয়, তালিকা থেকেই সরাসরি অপ্রয়োজনীয় প্রতিষ্ঠানের ই-মেইল সাবস্ক্রিপশন বাতিল করা যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ না করেও জিমেইলের মাধ্যমে সরাসরি সাবস্ক্রিপশন–সুবিধা বাতিলের সুযোগ মিলবে।

আরও পড়ুন

ম্যানেজ সাবস্ক্রিপশন সুবিধা চালুর জন্য জিমেইলের বাঁ পাশে থাকা মেনু থেকে ‘ম্যানেজ সাবস্ক্রিপশন’ অপশন নির্বাচন করতে হবে। সুবিধাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে চালু করা হবে বলে জানিয়েছে গুগল। জিমেইলের পাশাপাশি সুবিধাটি গুগল ওয়ার্কস্পেস ও ওয়ার্কস্পেস ইন্ডিভিজ্যুয়ালেও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

সম্প্রতি, জিমেইলে জেমিনি চ্যাটবটের মাধ্যমে আকারে বড় ই-মেইলের সারসংক্ষেপ জানার সুযোগ চালু করেছে গুগল। সুবিধাটি চালুর ফলে অন্যদের পাঠানো ই-মেইলের শুরুতেই মূল বিষয়গুলো সংক্ষেপে সামারি কার্ডের মাধ্যমে দেখা যায়। এর ফলে পুরো ই-মেইল না পড়েই জেমিনির সাহায্যে গুরুত্বপূর্ণ সব তথ্য জানার সুযোগ মিলে থাকে। তবে এ সুবিধা এখনো সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন