বিল গেটস যে স্মার্টফোন ব্যবহার করেন

বিল গেটসরয়টার্স

এক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মুখে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রশংসা করতে খুব একটা দেখা যায় না। কদাচিৎ যদি এমনটা ঘটে, তবে তা সংবাদের শিরোনাম হয়। এবার তেমনই এক ঘটনা ঘটেছে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বিল গেটসের ক্ষেত্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ওয়েবসাইট রেডিট আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ অনুষ্ঠানে অংশ নিয়ে স্যামসাং স্মার্টফোনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন। অনেকেরই ধারণা ছিল, তিনি হয়তো নিজের প্রতিষ্ঠানের তৈরি ভাঁজ করা ফোন সারফেস ডুয়োর কথা বলবেন। সবাইকে চমকে দিয়ে গেটস জানান, বর্তমানে তিনি স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৪ মডেলের ভাঁজ করা ফোন ব্যবহার করছেন।

স্যামসাংয়ের তৈরি এ ফোনের প্রশংসা করে বিল গেটস বলেন, ‘আমি ট্যাবলেট ব্যবহার করছি না কিন্তু এ ফোন আমার বহনযোগ্য কম্পিউটার। দক্ষিণ কোরিয়া ভ্রমণের সময় স্যামসাংয়ের চেয়ারম্যান লি জে ইয়ং ফোনটি উপহার দেন।’ তবে এবারই প্রথম নয়, আগেও স্যামসাংয়ের তৈরি ফোন ব্যবহার করছেন বলে জানান বিল গেটস।
সূত্র: গ্যাজেটসনাউ ডটকম