আইফোন ১৭ কবে আসবে

নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তিবিশ্বে জল্পনাকল্পনা চলছেছবি: রয়টার্স

প্রতিবছরই সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। আর তাই আইফোন ১৭ সিরিজ কবে বাজারে আসছে—এ প্রশ্ন এখন প্রযুক্তিপ্রেমীদের মুখে মুখে। কিন্তু নতুন মডেলের আইফোন আনার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো জানায়নি অ্যাপল। তবে অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানও জানিয়েছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসতে পারে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ ও আইফোন ১৭ এয়ার।

প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বরের প্রথম সোমবার যুক্তরাষ্ট্রে পালিত হবে ‘লেবার ডে’। চলতি বছর সেটি পড়েছে ১ সেপ্টেম্বর। গারম্যান তাঁর ‘পাওয়ার অন’ নামের সাপ্তাহিক নিউজলেটারে লিখেছেন, অ্যাপল সাধারণত লেবার ডের ঠিক পরের সপ্তাহেই নতুন আইফোন উন্মোচন করে। সে হিসেবে এবারের ইভেন্ট অনুষ্ঠিত হতে পারে ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। গত এক দশকের তথ্য বিশ্লেষণেও এই অনুমানের সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০ বছরে অ্যাপল ১০টি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছে, যার ৯টিই অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। ব্যতিক্রম ছিল ২০২০ সাল। কোভিড-১৯ মহামারির কারণে প্রতিষ্ঠানটি সে বছর তাদের সময়সূচি পরিবর্তন করে।

মার্ক গারম্যানের তথ্যমতে, অ্যাপল সাধারণত শুক্রবার কোনো ইভেন্ট আয়োজন করে না। আবার ১১ সেপ্টেম্বরও এড়িয়ে চলে। ফলে সম্ভাব্য তারিখ হিসেবে বাকি থাকে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) অথবা ১০ সেপ্টেম্বর (বুধবার)। তবে সপ্তাহের প্রথম কর্মদিবস ৮ সেপ্টেম্বরেও আয়োজনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এদিকে আইফোনের নতুন মডেল ঘিরে ইতিমধ্যে বিভিন্ন তথ্য ফাঁস হতে শুরু করেছে প্রযুক্তিবিশ্বে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইফোন ১৭ এয়ার আসতে পারে ম্যাকবুক এয়ারের স্কাই ব্লু রঙে। পাশাপাশি কালো রঙের দীর্ঘস্থায়ী ব্যাটারিযুক্ত মডেলও আনার সম্ভাবনা রয়েছে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন