২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

উইন্ডোজ ১১–তে অকার্যকর সফটওয়্যার দ্রুত বন্ধের সুযোগ আসছে

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে এন্ড টাস্ক সুবিধামাইক্রোসফট

কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন সফটওয়্যার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। ফলে সেই কাজ সম্পন্ন করা যায় না। এমনকি সফটওয়্যারটি বন্ধ হতে অনেক বেশি সময় নেয়। সমস্যা সমাধানে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে ‘এন্ড টাস্ক’ নামের নতুন সুবিধা চালু করছে মাইক্রোসফট।

‘এন্ড টাস্ক’ নামের সুবিধা চালুর জন্য কাজ শুরু করেছে মাইক্রোসফট। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ সুবিধা চালু হলে এক ক্লিকে অকার্যকর হওয়া যেকোনো সফটওয়্যার বন্ধ করা যাবে। ফলে বিভিন্ন কাজ দ্রুত করা সম্ভব হবে।

এরই মধ্যে উইন্ডোজ ১১–এর ডেভেলপার সংস্করণে ‘এন্ড টাস্ক’ সুবিধা যুক্ত করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের সেটিংস অপশনে প্রবেশ করে এ সুবিধা চালু করতে হবে।

উল্লেখ্য, টাস্ক ম্যানেজারের মাধ্যমে উইন্ডোজে অকার্যকর সফটওয়্যার বন্ধ করা যায়। তবে এতে বেশ সময় লাগে। কিন্তু নতুন এ সুবিধা চালু হলে এক ক্লিকে অকার্যকর সফটওয়্যার বন্ধ করা যাবে।
সূত্র: এনডিটিভি