অনলাইনে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্‌যাপন

ইউটিউবে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও ও স্টোরিজ শেয়ার করছেন ইন্টারনেট ব্যবহারকারীরাস্ক্রিনশট

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ গুরুত্বের সঙ্গে দিনটিকে উদ্‌যাপন করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ফেসবুক ও ওয়েবসাইটে দিবসটি উপলক্ষে বিভিন্ন ছবি প্রকাশ করা হয়েছে। আইসিটি বিভাগের ফেসবুকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক একটি গ্রাফিক্যাল ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে আবু সাঈদের ছবিসহ আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের কোলাজ দৃশ্য রয়েছে। সরকারের আরেক সংস্থা এসপায়ার টু ইনোভেটের (এটুআই) তৈরি এই ছবি প্রকাশ করেছে আইসিটি বিভাগ।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচনের ছবি শেয়ার করা হয়েছে ‘চিফ অ্যাডভাইজর জিওবি’ নামের ফেসবুক পেজ থেকে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিবসটি উদ্‌যাপনের বিভিন্ন ছবিও প্রকাশ করা হয়েছে পেজটিতে। বাংলাদেশে অবস্থিত সুইডেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশের ফেসবুক পেজ থেকে জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ছবি ও লেখা প্রকাশ করা হয়েছে। দূতাবাসগুলোর ফেসবুক পেজ থেকে জুলাই শহীদদের স্মরণ করার পাশাপাশি বাংলাদেশে অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কারে দেশগুলোর অবস্থানকে তুলে ধরতে দেখা যায়। ‘ইউকে ইন বাংলাদেশ পেজ’ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করে বিশেষ পোস্ট শেয়ার করা হয়েছে।

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির গত বছরের ৫ আগস্টে ধারণ করা তাঁর রিলস ভিডিও শেয়ার করেছেন অনলাইনে। সালমান মুক্তাদিরের মতো অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজেদের ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। বিভিন্ন পেজ থেকেও ‘হ্যাশট্যাগ জুলাই’ শীর্ষক বিভিন্ন ছবি, ভিডিও ও লেখা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘হ্যাশট্যাগ জুলাই ২০২৪ মেমরিজ’ ট্যাগ দিয়েও অনলাইনে ভিডিও প্রকাশ করেছেন অনেকে।

এক্সেও (সাবেক টুইটার) বিভিন্ন পোস্ট দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ অনেক ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সাইটটিতে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে #julyrevolution ট্যাগ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ভিডিও ও স্টোরিজ শেয়ার করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।