উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ত্রুটি সারাল মাইক্রোসফট

উইন্ডোজে থাকা নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে মাইক্রোসফটএএফপি

উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা অ্যাক্রোপ্যালাপস নিরাপত্তাত্রুটির সমাধান করে জরুরি সফটওয়্যার হালনাগাদ (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে মাইক্রোসফট। এ ত্রুটি থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের উইন্ডোজ হালনাগাদ করতেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, এ ত্রুটির কারণে উইন্ডোজে ইমেজ এডিটর সফটওয়্যার কাজে লাগিয়ে কোনো ছবির আকার কমালেও বাদ পড়া তথ্য মুছে যেত না। ফলে নিরাপত্তার প্রয়োজনে কোনো ব্যক্তি ছবিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিলেও সেগুলো সংগ্রহ করে জমা রাখত স্নাইপিং টুল।

মাইক্রোসফটের তথ্যমতে, উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের স্নাইপ এবং স্কেচ অ্যাপের পাশাপাশি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের স্নাইপিং টুলে এ ত্রুটি শনাক্ত করা হয়। এ ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আশঙ্কা থাকায় দ্রুত উইন্ডোজের নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া