নরম্যান বেল গেডেস মার্ক–১ কম্পিউটারের কভার নকশা করেন

নরম্যান বেল গেডেস ১৯৪৩ সালে হার্ভার্ড মার্ক–১ কম্পিউটারের মোড়কের নকশা করেন।

নরম্যান বেল গেডেসউইকিমিডিয়া

২০ ডিসেম্বর ১৯৪৩
নরম্যান বেল গেডেস মার্ক–১ কম্পিউটারের কভার নকশা করেন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস বি কন্যান্টকে থমাস ওয়াটসন জুনিয়র জানিয়েছিলেন যে নরম্যান বেল গেডেস হার্ভার্ড মার্ক–১ কম্পিউটারের মোড়ক বা কভারের নকশা করে দিতে পারেন। মার্কিন নাগরিক বেল গেডেস ছিলেন একজন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার। সে সময়ের ফিলকো রেডিও ক্যাবিনেট ও গ্রাহাম পেজ কারের নকশা করেছিলেন তিনি। ভবিষ্যতের প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে খুবই আগ্রহ ছিল বেল গেডেসের। ১৯৩২ সালে তিনি তাঁর লেখা সচিত্র বইতে বিশালাকার যাত্রীবাহী বিমানের বর্ণনা দিয়েছিলেন, যে বিমানে লাউঞ্জ ও ব্যায়ামাগার থাকবে। বেল গেডেস ১৯৩৯ সালে অনুষ্ঠিত বিশ্বমেলায় জেনারেল মোটরসের প্যাভিলিয়নের নকশা করে দিয়েছিলেন। ১৯৪৩ সালের ২০ ডিসেম্বর তিনি মার্ক–১ কম্পিউটারের মোড়কের নকশা দেখান।

স্টিভ জবসের তৈরি করা নেক্সট কম্পিউটার
উইকিমিডিয়া

২০ ডিসেম্বর ১৯৯৬
নেক্সট কিনে নেয় অ্যাপল, স্টিভ জবস হলেন অ্যাপলের পরামর্শক
সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে নেক্সট ইনকরপোরেটেড প্রতিষ্ঠা করেন। নেক্সট উচ্চশিক্ষার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার তৈরি শুরু করে। পরে ওয়েব সফটওয়্যারও তৈরি করে প্রতিষ্ঠানটি। ১৯৮৮ সালে নেক্সট কম্পিউটার ও ১৯৯০ সালে নেক্সটকিউব ও নেক্সটস্টেশন বাজারে ছাড়ে এ প্রতিষ্ঠান। নেক্সট কম্পিউটার ব্যবহার করেই পৃথিবীর প্রথম ওয়েবসাইট প্রকাশ করেছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লি।  

স্টিভ জবস
লাইব্রেরি অব কংগ্রেস

১৯৯৬ সালে ৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে নেক্সট কিনে নেয় অ্যাপল কম্পিউটার। এর মধ্যে ১৫ লাখ শেয়ারও ছিল। স্টিভ জবস আবারও যুক্ত হন অ্যাপলের সঙ্গে। এই চুক্তির অংশ হিসেবে স্টিভ জবসকে নেক্সটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অ্যাপলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।