ইন্টারনেটে প্রথম সফল ওয়েবকাস্ট, সম্প্রচারের নতুন যুগ শুরু

বিশ্বখ্যাত মার্কিন ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়া’স সিক্রেট নিউইয়র্কে অনুষ্ঠিত তাদের ১৯৯৯ সালের বার্ষিক ফ্যাশন শো প্রথমবারের মতো ইন্টারেনেট সম্প্রচার (ওয়েবকাস্ট) করে। এটি ইন্টারনেটে প্রথম বড় ধরনের সম্প্রচারের ঘটনা।

প্রথমবারের মতো ওয়েবে সম্প্রচারিত ভিক্টোরিয়া’স সিক্রেটের ফ্যাশন শোর একটি দৃশ্য। ১৯৯৯রয়টার্স

৫ ফেব্রুয়ারি ১৯৯৯
বড় ধরনের প্রথম ওয়েব সম্প্রচার
বিশ্বখ্যাত মার্কিন ফ্যাশন ব্র্যান্ড ভিক্টোরিয়া’স সিক্রেট নিউইয়র্কে অনুষ্ঠিত তাদের ১৯৯৯ সালের বার্ষিক ফ্যাশন শো প্রথমবারের মতো ইন্টারেনেট সম্প্রচার (ওয়েবকাস্ট) করে। আর এটি হয়ে যায় ইন্টারনেটে প্রথম বড় ধরনের সম্প্রচারের ঘটনা। ইন্টারেনেটে ৯০টি দেশ থেকে ১৪ লাখ ব্যবহারকারী এই ওয়েবকাস্ট দেখেছিলেন। এটাকে প্রথম বড় সফল ওয়েবকাস্ট হিসেবে ধরা হয়। পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে ৭২ ঘণ্টা আগে থেকে ফ্যাশন শোটির ক্ষণগণনা শুরু করেছিল ভিক্টোরিয়া’স সিক্রেট। যে সার্ভারের মাধ্যমে ওয়েব সম্প্রচার করা হচ্ছিল, সেটি পর্যাপ্ত না হওয়ায় অনেক ব্যবহারকারী সরাসরি ফ্যাশন শো দেখতে পারেননি। তাই এর পরের বছর অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে ওয়েব সম্প্রচার করেছিল। এটা শুধু ভিক্টোরিয়া’স সিক্রেটের সফল ওয়েবকাস্ট ছিল না, বরং সম্প্রচারের নতুন এক যুগের সূচনা করেছিল।  

জন মচলি
কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৫ ফেব্রুয়ারি ১৯৪৮
নিজের সফলতার রহস্য জানালেন জন মচলি
কম্পিউটারের অন্যতম পথিকৃৎ, প্রথম ডিজিটাল কম্পিউটার এনিয়াকের সহনির্মাতা জন মচলি তাঁর অংশীদার জে প্রেসপার একার্টের কাছে একটি চিঠি লেখেন। তাঁদের দুজনের উদ্যোগ কম্পিউটার প্রতিষ্ঠান একার্ট-মচলি কম্পিউটার করপোরেশনের সফলতা একটু বিলম্বিত হচ্ছে বলে একটু অভিযোগ ছিল সেই চিঠিতে। কম্পিউটারের এই পথিকৃৎ এর কয়েক মাস আগে কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। মচলি লিখেছিলেন, ‘আমরা এখন যে পরিস্থিতিতে রয়েছি, তা নিয়ে বেশি ভাবছি না; বরং আমরা যথাসময়ে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় নিয়েছি। এ জন্য আমাদের মূল্যবান অনেক সময় নষ্ট হয়েছে।’ কম্পিউটার প্রযুক্তির ক্ষেত্রে সময়মতো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিকে মচলি সাফল্যের রহস্য হিসেবে মনে করেছিলেন।

গুগল ল্যাটিচ্যুড
গুগল

৫ ফেব্রুয়ারি ২০০৯
গুগল ল্যাটিচ্যুড আনল গুগল
গুগল ম্যাপসের ভৌগোলিক অবস্থান শনাক্ত করার সুবিধা গুগল ল্যাটিচ্যুড প্রকাশ করা হয়। গুগলের এসএমএসভিত্তিক ডজবেলের উত্তরসূরি হিবেসে ল্যাটিচ্যুড চালু করা হয়েছিল। নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে মোবাইল ফোনের মাধ্যমে নিজের অবস্থান জানানোর সুবিধা দিয়েছিল ল্যাটিচ্যুড। ২০১৩ সালে গুগল ল্যাটিচ্যুড বন্ধের ঘোষণা দেয় গুগল। ২০১৭ সালের মার্চে ল্যাটিচ্যুডের সুবিধা গুগল ম্যাপসে যোগ করা হয়।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি, কম্পিউটার হোপ, বিজনেস ইনসাইডার