হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টারে নতুন হালনাগাদ আসছে, কী আছে সেটিতে

হোয়াটসঅ্যাপের লোগো

হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টারে নতুন হালনাগাদ যুক্ত হতে যাচ্ছে। ফলে নির্দিষ্ট কোনো কথোপকথন বা চ্যাট ‘ফেভারিট’ হিসেবে নির্বাচন করার পর চ্যাট ফিল্টারে পিন করে রাখা যাবে। এ জন্য ‘ফেভারিটস’ নামের একটি ফিল্টার অপশন থাকবে। যেখানে ফেভারিট হিসেবে নির্বাচন করা চ্যাটের তালিকা দেখা যাবে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডব্লিউ আ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, পছন্দের কারও চ্যাট সহজে খুঁজে পেতে চ্যাট ফিল্টারে ফেভারিটস নামে একটি ট্যাব যুক্ত হবে, যেখানে ব্যবহারকারী পছন্দের চ্যাট পিন করে রাখার পাশাপাশি সহজেই সেটা খুঁজে পাবেন। সুবিধাটির উন্নয়নে এখনো কাজ চলছে। শিগগিরই গুগল প্লে বেটা প্রোগ্রামের বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

প্রতিবেদনে একটি স্ক্রিনশটও যুক্ত করেছে ডব্লিউ আ বেটা ইনফো। সেই স্ক্রিনশটে দেখা যায়, হোয়াটসঅ্যাপে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপ’ ট্যাবের পাশাপাশি ‘ফেভারিটস’ নামেরও একটি চ্যাট ফিল্টার দেখা যাচ্ছে। এই ফেভারিটস চ্যাট ফিল্টার ট্যাবের নিচে ‘অ্যাড টু ফেভারিটস’ নামের অপশন রয়েছে। সেই অপশনে ট্যাপ করে নির্দিষ্ট চ্যাট ফেভারিটস ট্যাবে সংযোজন করা যাবে। ফেভারিটস ট্যাবে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও যোগ করা যাবে। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে ফেভারিটস ট্যাবে থাকা চ্যাট পরিবর্তন ও বাদ দিতে করতে পারবেন।

অবশ্য ফেভারিটস ট্যাবে কতসংখ্যক চ্যাট রাখা যাবে এবং কবে নাগাদ সুবিধাটি সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে কোনো তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ডেভলপাররা সুবিধাটি নিয়ে কাজ করার পর যখন এটি বেটা সংস্করণে উন্মুক্ত হবে, তখন সুবিধাটি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রসঙ্গত, খুব সহজেই হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন বার্তা খুঁজে পেতে সম্প্রতি হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার অপশন যুক্ত হয়। এখন চ্যাট ফিল্টারে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপস’ নামে তিনটি ফিল্টার বাটন রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে ডটইন

আরও পড়ুন