আইবিএমের সিলেকট্রিক টাইপরাইটার বাজারে এল

সিলেক্টিভ ও ইলেকট্রিক—এই দুই শব্দ মিলিয়ে ‘সিলেকট্রিক’। এই নামে আইবিএম বৈদ্যুতিক টাইপরাইটার বাজারে আনে।

সিলেকট্রিক নামের বৈদ্যুতিক টাইপরাইটারউইকিমিডিয়া

৩১ জুলাই ১৯৬১
আইবিএমের সিলেকট্রিক টাইপরাইটার বাজারে এল
সিলেক্টিভ ও ইলেকট্রিক—এই দুই শব্দ মিলিয়ে ‘সিলেকট্রিক’। এই নামে আইবিএম বৈদ্যুতিক টাইপরাইটার বাজারে আনে। এটি খুব সফল একটি পণ্য ছিল প্রতিষ্ঠানটির। সেই সময়ে প্রচলিত টাইপরাইটারের চেয়ে এটি ছিল অনেক আধুনিক। কাগজে লেখা ফুটিয়ে তুলে সিলেকট্রিকে ছিল গলফ বলের মতো দেখতে ‘টাইপবল’। কি–বোর্ডে চাপ দিলে এটি ঘুরে ঘুরে সঠিক জায়গায় সঠিক অক্ষর বসাত। টাইপবলে একটু পরিবর্তন এনে একাধিক ফন্টও আনা যেত। সেই সময়ে যুক্তরাষ্ট্রের টাইপরাইটার বাজারের ৭৫ শতাংশ দখল করে সিলেকট্রিক টাইপরাইটার।

সিলেক্ট্রিকের টাইপবল
উইকিমিডিয়া

১৯৮৬ সালে এই টাইপরাইটারের বাজারজাত করার রজতজয়ন্তী উদ্‌যাপন করে আইবিএম। এই ২৫ বছরে ১ কোটি ৩০ লাখ সিলেকট্রিক টাইপরাইটার বিক্রি হয়েছে। সিলেকট্রিকের বদলে ১৯৮৪ সাল থেকে আইবিএম হুইলরাইটার বাজারে ছাড়া শুরু করে। ১৯৯১ সালে আইবিএম লেক্সমার্কের কাছে তাদের টাইপরাইটার ব্যবসা বিক্রি করে দেয়।