বিক্রি না করলে টিকটককে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

মার্কিন সরকার বলেছে, টিকটক বিক্রি করে দেওয়া উচিত। অন্যথায় যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে টিকটক। এর আগে ভিডিও প্রকাশের এই অ্যাপ কর্তৃপক্ষকে মালিকানা পরিবর্তনের অনুরোধ করে যুক্তরাষ্ট্র।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো প্রতিষ্ঠানটি লাখ লাখ ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া তথ্যের মাধ্যমে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে।

এদিকে টিকটকের মালিকানা পরিবর্তনের অনুরোধসংক্রান্ত প্রতিবেদন প্রথমে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়। এরপর ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকেও টিকটক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে টিকটক বলেছে, এই জোরপূর্বক বিক্রি অ্যাপটির তথ্য প্রবাহ বা প্রবেশাধিকারে কোনো পরিবর্তন আনবে না। এই ব্যাপারে বক্তব্য জানতে বিবিসি যোগাযোগ করলেও হোয়াইট হাউস এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জনপ্রিয় এ অ্যাপটির মাধ্যমে তথ্য চীন সরকারের হাতে চলে যেতে পারে, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমন উদ্বেগ প্রকাশ করছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, বাইটড্যান্স থেকে টিকটক বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠানটিকে চীন থেকে সম্পূর্ণ দূরে রাখতে চায় বাইডেন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টি দেখভাল করা কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস (সিএফআইইউএস) টিকটককে বাইটড্যান্স থেকে বিচ্ছিন্ন করার সুপারিশ করেছে। টিকটকও স্বীকার করেছে তাদের সঙ্গে সিএফআইইউএসর যোগাযোগ নিয়ে।

সূত্র : বিবিসি